বাম থেকে আগুন জ্বলছে ও পুড়ে যাওয়া দোকানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। ছবি: বাংলানিউজ
সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় আগুন লেগে আটটি মুদি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৫ মার্চ) মধ্য রাতে তালা কাঁচাবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, কিভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ব্যবসায়ী ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার রাতে তালা কাঁচাবাজারের একটি দোকানে আগুন লাগে। একে একে আগুন আটটি দোকানে ছড়িয়ে পড়ে।
আগুনে জ্বলতে দেখে এলাকাবাসী তা নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ততক্ষণে বিশ্বনাথ সাধু, শক্তি সাধু ও আব্দুল জলিলসহ আট জনের দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বাংলানিউজকে জানান, তালায় আগুন লেগে আটটি দোকান পুড়ে ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।