ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ধর্ষণ মামলার আসামি 'বন্দুকযুদ্ধে' নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
যশোরে ধর্ষণ মামলার আসামি 'বন্দুকযুদ্ধে' নিহত

যশোর: যশোরে দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণ মামলার আসামি শামীম (৩০) নিহত হয়েছেন। 

বুধবার (৬ মার্চ) ভোরে শহরতলীর খোলাডাঙ্গার সোহরাবের রাইসমিল এলাকা থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

নিহত শামীম খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা।

 

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে বলেন, ভোরে খোলাডাঙ্গা এলাকায় দুইদল মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে আনে পুলিশ। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের খোলাডাঙ্গা গ্রাম থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তৃষার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন বিকেলে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়। তৃষা শহরের খোলাডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে ও কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।  

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
ইউজি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।