বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মঞ্জুর মাজেদ (৩২)।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, সকাল সাড়ে ৭টায় ঢাকাগামী মোটরসাইকেল আরোহী মঞ্জুর মাজেদকে একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এসময় মাজেদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যান ও তার চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
আরআর