বুধবার (৬ মার্চ) সকালে ত্রিশাল উপজেলা ও ময়মনসিংহ সদর থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার ধানিখোলা এলাকার ওজানপাড়া গ্রামের বাড়ির পেছনে একটি গাছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে রিফা (১৫) নামে এক কিশোরী।
এদিকে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, শহরের টাউন হল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৮০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এছাড়া সদরের দাপুনিয়া এলাকার একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় (৪০) আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া ময়নমনসিংহ রেলওয়ে থানার ওসি আবদুল মান্নান বাংলানিউজকে জানান, সকালে শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল বারেক (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এমএএএম/আরবি/