ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে: স্পিকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে: স্পিকার বক্তব্য রাখছেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। ছবি: বাংলানিউজ

ঢাকা: অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেছেন,  বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শিক্ষা।

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিষয়টি অনুধাবন করেই ২০১০ সালে যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করেন। তাই তার নেতৃত্বে ক্ষুধা দারিদ্র্য ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে সরকার কাজ করছে।

বুধবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরে বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ কথা বলেন।

ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, শিক্ষাজীবন নিজেকে গড়ে তোলার সর্বোৎকৃষ্ট সময়। বিশেষ করে বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তই খুব মূল্যবান। বর্তমানে আমরা বিশ্বায়নের যুগে বাস করছি। তাই এ যুগে বিশেষায়িত শিক্ষা অর্জনের প্রয়োজনীয়তা রয়েছে। জলবায়ু পরিবর্তনের এ যুগে মানুষকে বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে হবে। তাই বিশেষায়িত শিক্ষার উপর আরও গুরুত্ব বাড়াতে হবে।

তিনি বলেন, বিশ্ব আজ হাতের মুঠোয়। আজ অবাধ তথ্য প্রবাহের যুগ। তাই প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের এগিয়ে যেতে হবে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, কোনো গ্র্যাজুয়েটকে বেকার থাকতে হবে না, কর্মসংস্থান হবেই। সত্যিকার অর্থে নিজেকে গড়ে তুললে কর্মই আপনাকে খোঁজে নেবে, কর্ম খুঁজতে হবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত,  অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশের সভাপতি কবির হোসাইন, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম।

অনু্ষ্ঠানে ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মুশফিক মান্নান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন ঘোষণা করেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।