ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ইন্ডাস্ট্রিগুলোতে পাটপণ্য ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
ইন্ডাস্ট্রিগুলোতে পাটপণ্য ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন

হবিগঞ্জ: প্রায় হারিয়ে যেতে বসেছিল বাংলাদেশের সোনালী আঁশ পাঠ শিল্প। সরকার নানা উদ্যোগের মাধ্যমে ধরে রাখার চেষ্টা করছে এ ঐতিহ্যকে। তবে এর সম্প্রসারণে সবার আন্তরিকতা থাকতে হবে। বিশেষ করে ইন্ডাস্ট্রিগুলোতে পাটজাত পণ্য ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পাট অধিদফতর ও জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, পাট শিল্পের উন্নতির স্বার্থে পাটজাত পণ্য বাজারজাতকরণ সহজ করে তুলতে হবে।

এছাড়া পাটপণ্যের মূল্য হ্রাস করে সাধারণ মানুষকে এর প্রতি আগ্রহী করা দরকার। তাহলেই ফিরে পাওয়া যাবে পাঠ শিল্পের সোনালী অতীত।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুলহক, পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম সিদ্দিকী প্রমুখ।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।