বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পাট অধিদফতর ও জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, পাট শিল্পের উন্নতির স্বার্থে পাটজাত পণ্য বাজারজাতকরণ সহজ করে তুলতে হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুলহক, পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম সিদ্দিকী প্রমুখ।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
জিপি