বুধবার (০৬ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
আটকরা হলেন- হবিগঞ্জের মাধবপুর থানার মৃত আব্দুর নূরের ছেলে আব্দুস সালাম (২৫) ও সিরাজুল ইসলামের ছেলে নাঈম হোসেন (২০)।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র্যাব-১৪ সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয় র্যাব। পরে সন্দেহজনক সাদা রঙের একটি প্রাইভেটকারে তল্লাশি করে ২০ কেজি গাঁজাসহ ওই দুই বিক্রেতাকে আটক করা হয়। জব্দ করা হয় প্রাইভেটকারটিও। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এসআরএস