আইন-শৃঙ্খলার সভা। ছবি: বাংলানিউজ
সুনামগঞ্জ: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহদাত হোসেন বলেছেন, ‘নির্বাচনে আইনের প্রয়োগ করতে হবে। যদি কোনো কেন্দ্রে আগের রাতে ভোট দেয়া বা কেন্দ্র দখল করে সামান্য কোনো অনিয়ম করা হয় নির্বাচন বন্ধ করা হবে।
বুধবার (৬ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলার সভায় এসব কথা বলেন তিনি।
রির্টানিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, যদি মনে করেন কোনো চাপ আপনারা নিতে পারছেন না।
সেক্ষেত্রে আমাদের জানাবেন। নির্বাচন হবে অবাধ সুষ্ঠু। আমাদের কাছে বিবেচ্য বিষয় নয় কে কোন দলের প্রার্থী বা কে স্বতন্ত্র। সবার এজেন্ট যেন কেন্দ্রে থাকতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। একটা প্রধান দল নির্বাচনে অংশ নেয়নি। সে কারণে কিছু ভোটার কম হতে পারে। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
শাহদাত হোসেন আরও বলেন, আইন অনুযায়ী যা যা করা দরকার রির্টানিং কর্মকর্তা হিসেবে আপনারা তা করবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন-আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইফরাফিল, পুলিশ সুপার বরকত উল্লাহ, বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।