ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

১৯ হাজার পিস ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
১৯ হাজার পিস ইয়াবাসহ আটক ২

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২। 

মঙ্গলবার (৫ মার্চ) দিনগত রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- আইয়ুব (২৬) ও আব্দুস সোবাহান (৩০)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২ এর অপারেশন অফিসার এএসপি মোহাম্মদ সাইফুল মালিক তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নিউমার্কেটের মিরপুর রোড সংলগ্ন সানমুন টেইলার্সের সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি করতে থাকে র‌্যাব সদস্যরা। একপর্যায়ে একটি মাইক্রোবাস চেকপোস্টের সামনে এসে ওই দু’জন গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মাইক্রোবাসের সিটের নিচ থেকে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজসে কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।