‘সবাই মিলে ভাব, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এ স্লোগানকে সামনে রেখে বুধবার (০৬ মার্চ) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বরিশাল জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদফতর ও সরকারি-বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, নারীরা এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে। সত্যিকারের স্বাধনীতা অর্জনে নারীদের জন্য আমাদের কিছু করতে হবে। সমাজের অবহেলিত নারীরা আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা এখন প্রতিটি ক্ষেত্রেই অংশ নিচ্ছে।
বর্তমার সরকার নারীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে নারী নির্যাতন বন্ধের চেষ্টা করছে বলেও- যোগ করেন জেলা প্রশাসক।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইকবাল আখতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, সচেতন নাগরিক কমিটির (সনাক) বরিশালের সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা, মানবাধিকার জোট সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিডি'র নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারন সম্পাদক পুষ্প চক্রবর্তী, উন্নয়ন সংগঠক শুভঙ্কর চক্রবর্তী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এমএস/ওএইচ/