শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন কুমিল্লার সদর উপজেলার আমতলী গ্রামের মোমিন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. মহসিন জানান, পরীক্ষার্থী দুজন মোটরসাইকেলে চড়ে আমতলী থেকে চান্দিনায় আসছিলো। তারা কাঠেরপুল হাইওয়ে পুলিশের ডাম্পিং গ্রাউন্ডের সামনে আসার পর ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।
এ সময় মোটরসাইকেল আরোহী তারেকুল ছিটকে মহাসড়কের পাশে পড়ে যায় এবং চালক তুহিন গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আজম জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তারেকুল সুস্থ আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এমজেএফ