ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হরিণাকুণ্ডুতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
হরিণাকুণ্ডুতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা হামলায় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসাইনের মিছিলে হামলা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

শনিবার (০৯ মার্চ) রাত ৯টার দিকে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীরের সমর্থকরা মোটরসাইকেল নিয়ে একটি মিছিল বের করে। মিছিলটি উপজেলার মোড়ে  গেলে প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মশিউর রহমান জোরদারের সমর্থকরা তাদের ধাওয়া করে।

 

এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে জাহাঙ্গীর সমর্থকদের বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে আওয়ামী লীগ সমর্থকরা।  

ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিলু বিশ্বাস জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।