ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

এক মন্ত্রী ও তিন এমপিকে সোনার চাবি উপহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এক মন্ত্রী ও তিন এমপিকে সোনার চাবি উপহার মৌলভীবাজারের চার সংসদ সদস্যকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান

মৌলভীবাজার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত চার সংসদ সদস্যকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। তাদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিনও রয়েছেন।

শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ৯টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে পরিবেশ ও বনমন্ত্রী এবং  তিন এমপিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।  

অনুষ্ঠানে সংবর্ধিত মন্ত্রী ও সংসদ সদস্যদের সোনার চাবি উপহার দেওয়া হয়েছে।

সংবর্ধিতরা হলেন মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন।

পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুকন উদ্দিন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহ জালাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমদ জাবেদ, অলিলা গ্লাস ইন্ড্রাস্টির ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান, বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম চৌধুরী কামরান, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।