ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে মোটরসাইকেল থামিয়ে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
মাদারীপুরে মোটরসাইকেল থামিয়ে কুপিয়ে হত্যা

মাদারীপুর: মাদারীপুরে মোটরসাইকেলের গতি রোধ করে মোয়াজ্জেম মোল্যা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৯ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার ঝাউদি এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্ত মোয়াজ্জেমের মোটরসাইকেলের গতি রোধ করে তাকে কুপিয়ে জখম করে। রাত ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

রাতে উপজেলার ঝাউদি এলাকার সোবাহান মেম্বারের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন মোয়াজ্জেম। এ সময় দুর্বৃত্তরা তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ফরিদপুর নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ঘটনার সতত্য স্বীকার করে বলেন, কারা ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে এখনও নিশ্চিত নই। তবে পুলিশ তদন্ত করে দোষীদের খুঁজে বের করবে।

বাংলাদেশ সময়: ০৭২১ ঘণ্টা,  মার্চ ১০, ২০১৯
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।