ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
উল্লাপাড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তারা তালুকদার (৪৭) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালক নিহত হয়েছেন।

রোববার (১০ মার্চ) ভোরে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মনিরপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তারা তালুকদার কামারখন্দ উপজেলার জামতৈল মধ্যপাড়া গ্রামের মোজাম তালুকদারের ছেলে।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বর) হামিদুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার (৯ মার্চ) রাতে যাত্রীবেশে তারা তালুকদারের ভ্যানে ওঠে তিন ছিনতাইকারী। তারা তালুকদার মনিরপুর এলাকায় পৌঁছালে ভ্যানটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এক পর্যায়ে ছিনতাইকারীরা তারা তালুকদারকে ছুরিকাঘাত করে ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দু’ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেয়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমেদ জানান, খবর পেয়ে রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার ও দুই ছিনতাইকারীদের আটক করে থানায় নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে আটকদের নাম প্রকাশে অপারগতা জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।