ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হরিনাকুন্ডুতে অস্ত্র ও গুলিসহ আটক ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
হরিনাকুন্ডুতে অস্ত্র ও গুলিসহ আটক ২  আটক জহর আলী মণ্ডল ও আব্দুস সালাম। ছবি-বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিনাকুন্ডু থেকে অস্ত্র ও গুলিসহ জহর আলী মণ্ডল (৪২) ও আব্দুস সালাম (৩৭) নামে দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

রোববার (১০ মার্চ) সকালে হরিণাকুন্ডু উপজেলার পারদখলপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জহর আলী ওই গ্রামের নসিম উদ্দীনের ছেলে এবং আব্দুস সালাম
একই গ্রামের আব্দুল বারেক ছেলে।

 

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বাংলানিউজকে জানান, একাধিক হত্যা মামলার আসামি জহর আলী ও আব্দুস সালাম সকালে পারদখলপুর গ্রামে অবস্থান করছিলেন। খবর পেয়ে সেথানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে একটি রিভলবার, একটি ওয়ান শ্যুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তারা জেলার বিভিন্ন স্থানে হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।