রোববার (১০ মার্চ) সকালে হরিণাকুন্ডু উপজেলার পারদখলপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক জহর আলী ওই গ্রামের নসিম উদ্দীনের ছেলে এবং আব্দুস সালাম
একই গ্রামের আব্দুল বারেক ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বাংলানিউজকে জানান, একাধিক হত্যা মামলার আসামি জহর আলী ও আব্দুস সালাম সকালে পারদখলপুর গ্রামে অবস্থান করছিলেন। খবর পেয়ে সেথানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে একটি রিভলবার, একটি ওয়ান শ্যুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তারা জেলার বিভিন্ন স্থানে হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এসআই