শনিবার (৯ মার্চ) রাত ১১টায় উপজেলার গন্ধর্বপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার (১০ মার্চ) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে এক মাহুত মনিলালের বাড়ির পাশে হাতিটির দুই পা শিকলে বেঁধে বাজারে চা পান করতে যান। এ সময় মনিলাল হাতিটিকে দেখতে গেলে হাতিটি শুঁড় দিয়ে টেনে নিয়ে তাকে আছড়াতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় মনিলালকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাতির মালিক বা মাহুতের নাম জানা যায়নি।
এ ব্যাপারে শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মোনায়েম হোসেন বাংলানিউজকে জানান, হাতিটির মালিক কে এখনও তারা জানতে পারেননি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, মনি মৌলভীবাজারে একটি মুদি দোকানের কর্মচারী। চাচাতো বোনের বিয়েতে বাড়ি এসেছিলেন তিনি। হাতির আক্রমণে মনি মারা যাওয়ার খবর পেয়ে হাতির মাহুত পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এসআই