রোববার (১০ মার্চ) সকাল ১০টায় চন্দের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লৌহজং উপজলার হলদিয়া গ্রামের রহমান শেখ (৬৫) ও পরশ আলী দেওয়ান (৬০)।
লৌহজং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজীদ বাংলানিউজকে জানান, মাওয়া থেকে যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী নির্মাণাধীন বাড়িয়ে ঢুকে পড়ে। এতে ওই বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শ্রমিক রহমান মারা যান। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক শ্রমিক পরশ আলী মারা যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাজী মাকসুদ বাংলানিউজকে জানান, আহত আরেক শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এনটি