রোববার (১০ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য শামীম হোসেন, একই গ্রামের জুয়েল রানা, বিপ্লব রানা ও আসিফ জাহান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা বাংলানিউজকে জানান, খুদবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার চেষ্টা করছিলেন ইউপি সদস্য শামীম হোসেনসহ তার তিন সহযোগী। এ সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শামীমকে সাত হাজার ও অপর তিনজনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এনটি