সংস্থাটির মতে, ২০১৮ সালে প্রজ্ঞাপনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি তুলে দেওয়া হয়। এর ফলে উপজাতিদের কোটাও বাদ পড়ে যায়।
রোববার (১০ মার্চ) রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংস্থাটি।
‘বাংলাদেশের আদিবাসী ও দলিত জনগোষ্ঠী: অধিকার ও সেবায় অন্তর্ভুক্তির চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আদিবাসী ও দলিত জনগোষ্ঠী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি আদিবাসী ও দলিত জনগোষ্ঠীকে চিহ্নিত করে তাদের স্বতন্ত্র পরিচয়ের স্বীকৃতি দিতে হবে। একইসঙ্গে তাদের অধিকার ও অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি কোনো বিশেষায়িত মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করতে হবে। সব আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করতে হবে।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক নানা বৈষম্যের শিকার আদিবাসী ও দলিত জনগোষ্ঠী। আদিবাসী বা দলিত শিশুরা শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে তাদের নানা অপমানজনক কথা বলা হয়। শিক্ষার্থীদের মধ্যে অনেকে তাদের সঙ্গে বসতে চায় না। এছাড়া তারা চিকিৎসক, ভোট ও ভূমির অধিকার থেকে বঞ্চিত হন।
সংবাদ সম্মেলনে টিআইবির পক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বেশকিছু সুপারিশ তুলে ধরা হয়। সেগুলো হলো- দুর্গম অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তাসহ মৌলিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা পুনর্বহাল করতে হবে। তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মানবাধিকার কমিশনসহ গণমাধ্যম ও নাগরিক সমাজকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
সংবাদ সম্মেলনে টিআইবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
ইএআর/ওএইচ/