রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মার্চ মাসিক সভায় এ তথ্য জানানো হয়।
জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, খুলনা জেলার নয়টি উপজেলায় গত ফেব্রুয়ারি মাসে রাহাজানি একটি, চুরি তিনটি, খুন তিনটি, অস্ত্র আইন ছয়টি, নারী ও শিশু নির্যাতন ১২টি, মাদকদ্রব্য ১৩৭টি এবং অন্যান্য ৫৯টিসহ মোট ২২১টি মামলা দায়ের করা হয়েছে। গত জানুয়ারি মাসে এ সংখ্যা ছিল ২০৩টি।
মহানগরের আটটি থানায় ফেব্রুয়ারি মাসে চুরি আটটি, খুন একটি, অস্ত্র আইন দু’টি, দ্রুত বিচার একটি, ধর্ষণ একটি, নারী ও শিশু নির্যাতন পাঁচটি, নারী ও শিশু পাচার একটি, মাদকদ্রব্য ২২৩টি এবং অন্যান্য আইনে ২৩টিসহ মোট ২৬৫টি মামলা দায়ের করা হয়েছে। গত জানুয়ারি মাসে এ সংখ্যা ছিল ৩১৭টি।
সভায় আসন্ন উপজেলা নির্বাচন, পাটকল শ্রমিক অসন্তোষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কৃষি জমি ভরাট, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, রমজানে বাজারমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, ৩১ মার্চ অনুষ্ঠেয় উপজেলা নির্বাচন শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। কেউ যেন অবৈধপন্থা অবলম্বন করে এ নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না করতে পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্য প্রার্থীসহ সবার প্রতি আহ্বান জানানো হয়।
সভার সিদ্ধান্ত অনুসারে মাদকের বিরুদ্ধে বিভিন্ন বাহিনীর নিয়মিত অভিযানের পাশাপাশি এখন থেকে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।
কলকারখানা পরিদর্শন অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, পাটকলগুলোতে নূন্যতম মজুরি কমিশন বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। এসময় জেলা ম্যাজিস্ট্রেট বন্ধ কারখানাগুলোর মালিকদের নোটিশ দেওয়ার নির্দেশনা দেন।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, বড় বাজারের রাস্তাগুলো অপ্রশস্ত। কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারবে না। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ এলাকার অবৈধ দখল উচ্ছেদ করার অনুরোধ জানানো হয়।
সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর কথিত সোর্সদের বিরুদ্ধে চাঁদাবাজির আভিযোগ খতিয়ে দেখার সিদ্বান্ত গৃহীত হয়।
এছাড়া সভায় আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং ভেজাল খাবার বিক্রি রোধ করতে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়।
মাসিক এ সভায় কমিটির উপদেষ্টা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনওসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এমআরএম/আরবি/