রোববার (১০ মার্চ) বেলা ১২টার দিকে মাওয়া-খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস থেকে তাকে আটক করে। মনির ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজ জানান, গোপন সংবাদে ওই মহাসড়কের নওয়াপাড়া এলাকায় খুলনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করা হয়। এসময় ৭০০ পিস ইয়াবাসহ মনিরকে আটক করা হয়।
আটক মাদকবিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এসআরএস