ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হেলিকপ্টারে ঢাকা নেয়া হলো বানিয়াচংয়ে আহত কনস্টেবলকে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
হেলিকপ্টারে ঢাকা নেয়া হলো বানিয়াচংয়ে আহত কনস্টেবলকে  হেলিকপ্টারে তোলা হয়েছে আহত কনস্টেবল জামাল উদ্দিনকে। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত কনস্টেবল জামাল উদ্দিনকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

রোববার (১০ মার্চ) পৌনে ৩টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

তিনি জানান, জামাল উদ্দিনকে অজ্ঞান অবস্থায় ঢাকার শেরে বাংলানগর নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে।

তার অবস্থা আশঙ্কাজনক।  

রোববার উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন বেলা ১১টায় বানিয়াচংয়ের শাহপুর কেন্দ্রে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় কনস্টেবল জামাল উদ্দিন ও এক আনসার সদস্যসহ ছয় জন আহত হয়। পরে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয় বলে জানান সহকারী পুলিশ সুপার (এএসপি) শৈলেন চাকমা।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।