ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
সিংড়ায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে আটক ২

নাটোর: নাটোরের সিংড়ায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে শাহরিয়ার পায়েল ও তাজুল ইসলাম রিপন নামে দুই যুবককে আটক করেছে স্ট্রাইকিং ফোর্স। 

রোববার (১০ মার্চ) দুপুরে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আকতার বানু বাংলানিউজকে এতথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আটক যুবকরা ভোটকেন্দ্রে একজন ভোটারকে মারধরসহ বিশৃঙ্খলা করছিল। এসময় স্থানীয় জনতা তাদের ধাওয়া করলে ভয়ে ওই যুবকরা প্রিজাইডিং অফিসারের রুমে আশ্রয় নেয়। সেখান থেকে তাদের আটক করে হেফাজতে রাখা হয়েছে। পরে পুলিশে সোর্পদ করা হবে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মনিরুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, স্ট্রাইকিং ফোর্স এখনও আটক যুবকদের তাদের কাছে সোপর্দ করেনি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।