ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় ভোট দিলেন পলক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
সিংড়ায় ভোট দিলেন পলক ভোট দিচ্ছেন পলক। ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার গোল-ই আফরোজ সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (১০ মার্চ) দুপুর আড়াইটার সময় ভোট দিয়ে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।  এসময় প্রতিমন্ত্রী বাংলানিউজকে বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে।

 

সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৬২৯ জন ও নারী ভোটার ১ হাজার ৭০৯ জন। বিকেল ৩টা পর্যন্ত এ কেন্দ্রে ১ হাজার ৬০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।