রোববার (১০ মার্চ) দুপুর আড়াইটার সময় ভোট দিয়ে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এসময় প্রতিমন্ত্রী বাংলানিউজকে বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে।
সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৬২৯ জন ও নারী ভোটার ১ হাজার ৭০৯ জন। বিকেল ৩টা পর্যন্ত এ কেন্দ্রে ১ হাজার ৬০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
আরএ