ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাবেয়াকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
রাবেয়াকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান

ঢাকা: দশম শ্রেণিতে পড়াশোনা করার সময়ই বাবাকে হারান রাবেয়া আক্তার। মা হালিমা বেগমের ছায়ায় জীবন সংগ্রাম করতে করতে অর্থনীতিতে মাস্টার্স চালিয়ে যেতে থাকেন। গত আগস্টেই বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে নতুন জীবন সাজিয়েছিলেন সাইফুল আবেদীন শুভর সঙ্গে। কিন্তু সেই সাজানো জীবনে যেন এখন ঝড় বইছে। সুন্দর জীবনের স্বপ্ন দেখতে থাকা রাবেয়াকে থামিয়ে দিতে চাইছে মরণব্যাধি ক্যান্সার। 

চাঁদপুর সরকারি কলেজে পড়ুয়া রাবেয়ার স্বজনরা জানিয়েছেন, তার জরায়ুতে ধরা পড়েছে ক্যান্সার। ভালোভাবে চিকিৎসা করাতে পারলে রাবেয়ার সুস্থ জীবন ফিরে পাওয়া সম্ভব বলে চিকিৎসকরা আশার কথা জানালেও এই চিকিৎসার সামর্থ্য নিয়েই দুশ্চিন্তায় তার পরিবার।

রাবেয়ার চিকিৎসা চলছে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য স্ত্রীকে দেশের বাইরে নিতে চান তার স্বামী সাইফুল।

স্বল্প বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও স্ত্রীর চিকিৎসার জন্য নিজের সব কিছু উজাড় করে চেষ্টা চালাচ্ছেন মধ্যবিত্ত পরিবারের এই সন্তান। কিন্তু ক্যান্সার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় অর্থাভাবে থমকে গেছে রাবেয়ার চিকিৎসা।

তার পরিবারের রয়েছেন মা হালিমা বেগম ও ছোট ভাই রাকিব। নবম শ্রেণিতে পড়াশোনা করছেন রাকিব।

হালিমা বেগম বাংলানিউজকে বলেন, ভালোভাবে চিকিৎসা করাতে পারলে মেয়েটাকে বাঁচাতে পারতাম। মেয়ে জামাইয়ের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। ভালো ছেলে, ছেলেটা নীরবে সব উজাড় করে দিয়ে চেষ্টা করছে। কিন্তু এতো টাকা আমরা কোথা থেকে পাবো?রাবেয়া-শুভর বিয়ের ছবিরাবেয়ার শাশুড়ী হোসনে আরা বেগম বলেন, একটা লক্ষ্মী বউ পেয়েছি। রোগ তো যে কারও যখন তখন হতে পারে। রাবেয়া আমার মেয়ে। সবার দোয়া, সবার সহযোগিতায় আল্লাহ মেয়েটাকে সুস্থ করে দিক। আমরা আবার মেয়েটা এবং আমার ছেলেটার হাসিমাখা মুখ দেখতে চাই।

সাইফুল আবেদীন শুভ’র বাবাও বার্ধক্য ও হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিসিইউতে চিকিৎসাধীন।  

সবার সামান্য সহযোগিতা সুন্দর পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারে রাবেয়াকে, হাসি ফেরাতে পারে দুই পরিবারে। সেজন্য রাবেয়ার চিকিৎসায় সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন স্বজনরা।

আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা: 
মো. সাইফুল আবেদীন
অ্যাকাউন্ট নম্বর: ০০১১১০১১১৩১২১
উত্তরা ব্যাংক, রমনা শাখা, ঢাকা

বিকাশ অ্যাকাউন্ট (ব্যক্তিগত): ০১৭৯০২০৭৮৫৫

প্রয়োজনে যোগাযোগ করা যাবে সাইফুল আবেদীন শুভর নম্বরে (০১৭২২৪৯৫৫৬৬)।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।