বাসটির আগুন নেভায় ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি-বাংলানিউজ
টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের অনুষ্ঠানে (বৌভাত ) যাওয়ার পথে কনে পক্ষের যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় হড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হলেও নিরাপদে রয়েছে বাসের ৩৬ যাত্রী।
রোববার (১০ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার হাটুভাঙ্গা রোডের গোড়াই এলাকায় এ ঘটনা ঘটে।
মির্জাপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আরিফুর রহমান বাংলানিউজকে জানান, ঢাকার সাভার থেকে বীপদ সাহার মেয়ের বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সদস্যরা ঠিকানা পরিবহন নামে একটি বাসে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর যাচ্ছিলেন।
পথে গোড়াই এলাকায় এলে বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়। এসময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হলেও কেউ দগ্ধ হননি। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।