ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ৪ ফার্মেসিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
কিশোরগঞ্জে ৪ ফার্মেসিকে জরিমানা ফার্মেসিতে ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: ভেজালবিরোধী অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার চার ফার্মেসিকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

বুধবার (২০ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলানিউজকে সহকারী পরিচালক ইব্রাহীম জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে সৈয়দ মেডিকেল হলকে পাঁচ হাজার, অর্ক মেডিসিন কর্নারকে তিন হাজার, আমানত ফার্মেসিকে তিন হাজার এবং পূর্ণিমা ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।  

ভেজাল, নকল ও প্রতারণারোধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।