বুধবার (২০ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।
এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলানিউজকে সহকারী পরিচালক ইব্রাহীম জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে সৈয়দ মেডিকেল হলকে পাঁচ হাজার, অর্ক মেডিসিন কর্নারকে তিন হাজার, আমানত ফার্মেসিকে তিন হাজার এবং পূর্ণিমা ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
ভেজাল, নকল ও প্রতারণারোধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এসআরএস