বুধবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে পৌর শহরের মালিপুর এলাকার একটি মাঠ থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। হারুনুর রশীদ মালিপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ মার্চ) রাত থেকে নিখোঁজ হয় হারুনুর রশীদ। পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করেও পায়নি। বুধবার সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি মাঠে মধ্যে আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি থানায় অবহিত করলে তার সকাল ১১টা দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবদুল হালিম তালুকদার বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধ হারুনুর রশীদ ব্যাংক ও এনজিও ঋণগ্রস্ত ছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এটি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড ময়না তদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এমএস/এএটি