ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে অস্ত্রসহ মাদকবিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
ত্রিশালে অস্ত্রসহ মাদকবিক্রেতা আটক

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে অস্ত্রসহ বিনিয়ামিন (২৯) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)পুলিশ।

বুধবার (২০ মার্চ) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, মঙ্গলবার (১৯ মার্চ) রাতে বিশেষ অভিযান চালিয়ে ত্রিশাল উপজেলার দুলালবাড়ী এলাকা থেকে ওই মাদকবিক্রেতাকে আটক করে।

এসময় তার কাছ থেকে একটি পাইপগান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়।  তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবির ওসি।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।