বুধবার (২০ মার্চ) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, মঙ্গলবার (১৯ মার্চ) রাতে বিশেষ অভিযান চালিয়ে ত্রিশাল উপজেলার দুলালবাড়ী এলাকা থেকে ওই মাদকবিক্রেতাকে আটক করে।
এসময় তার কাছ থেকে একটি পাইপগান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবির ওসি।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এমএএএম/এএটি