বুধবার (২০ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরণ অধিদফতরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।
চার ফার্মেসিগুলো হলো- উপজেলার আনিসা মেডিসিন কর্নারকে ১৫ হাজার, শেফালী মেডিসিন কর্নারকে ২০ হাজার, মাহী মেডিকেল হলকে ১৫ হাজার এবং সীতানাথ মেডিকেল হলকে ৫০ হাজার টাকাসহ চারটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক এবিএম সামছুন্নবী
তুলিপ, জেলা সেনেটারি ইন্সপেক্টর এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
কেএসএইচ/এএটি