ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে: রীভা গাঙ্গুলী 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে: রীভা গাঙ্গুলী  ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকে রীভা গাঙ্গুলী দাশ। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেছেন, দুই প্রতিবেশী বাংলাদেশ-ভারতের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। আঞ্চলিক যোগাযোগ বাড়লে এ দুই দেশ ছাড়াও এ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে। 

বুধবার (২০ মার্চ) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী বুধবার স্পিকারের কার্যালয়ে ড. শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার দুই প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর জোর দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব গুণ ও জনগণের প্রতি ভালোবাসার ভূয়সী প্রশংসা করেন তিনি।  

বৈঠকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে শুধু শহরেই নয়, দেশের গ্রামীণ জনপদেও উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সকল ক্ষেত্রেই নারীর ক্ষমতায়ন এখন দৃশ্যমান।  

বৈঠককালে তারা দু’জনেই দুই দেশের দ্বি-পক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও দক্ষতা বৃদ্ধিতে জাতীয় সংসদের কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করেন।  

বৈঠক শেষে জাতীয় সংসদের পরিদর্শন বইয়ে সই করেন ভারতীয় হাইকমিশনার।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা,  মার্চ ২০, ২০১৯
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।