বুধবার (২০ মার্চ) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী বুধবার স্পিকারের কার্যালয়ে ড. শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে শুধু শহরেই নয়, দেশের গ্রামীণ জনপদেও উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সকল ক্ষেত্রেই নারীর ক্ষমতায়ন এখন দৃশ্যমান।
বৈঠককালে তারা দু’জনেই দুই দেশের দ্বি-পক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও দক্ষতা বৃদ্ধিতে জাতীয় সংসদের কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে জাতীয় সংসদের পরিদর্শন বইয়ে সই করেন ভারতীয় হাইকমিশনার।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
টিআর/এমএ