ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
 সাটুরিয়ায় মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী পুনর্মিলনী অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ঢাকা, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার সুলতান কোম্পানির মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মার্চ) দুপুরে জেলার সাটুরিয়া উপজেলার বিলপৌলী গ্রামের মুক্তিযোদ্ধা মো. মীর উদ্দিন আল চিশ্তী’র নিজ বাস ভবনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সাটুরিয়ার দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মকবুল আহমেদ খান, মুক্তিযোদ্ধা মো. আওলাদ হোসেন, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী জিন্নাহসহ শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

এ সময় মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধকালীন বিভিন্ন স্মৃতি বিজড়িত ঘটনার আলোচনা করে শহীদ মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করেন।

সুলতান কোম্পানির প্লাটুন কমান্ডার মুক্তিযোদ্ধা মো. মীর উদ্দিন আল চিশ্তীর উদ্যোগে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
কেএসএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।