এ ব্যাপারে বুধবার (২০ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয় থেকে আইজিপি বরাবর একটি চিঠি দেওয়া হয়েছে।
এর আগে, করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মো. নাসিরুল ইসলাম খান আওলাদ নির্বাচনে ওসির ভূমিকা নিয়ে ইসিতে অভিযোগ করেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব (জ.ব্য.-২) নূর নাহার ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানকে অন্যত্র বদলির জন্য সিদ্ধান্ত নিয়েছে ইসি। সিদ্ধান্ত অনুযায়ী ওসি মুজিবুরকে অন্যত্র বদলি করে তার জায়গায় যোগ্য কর্মকর্তাকে পদায়নের ব্যবস্থা গ্রহণপূর্বক নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিতকরণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।
বুধবার রাতে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এসআরএস