বুধবার (২০ মার্চ) এ ঘটনার স্থানীয় এলাকাবাসী ডিপিডিসিএল-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন।
এর আগে সকাল থেকে ফতুল্লার বিসিক সংলগ্ন মিষ্টির দোকানের পাকা ব্রিজের পাশের বাড়িঘরের গলিতে এই লাইন টানতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম জাহিদ জানান, এখানে প্রয়োজন ছাড়াই হটাৎ করে ৩৩ হাজার ভোল্টের এসটি লাইন টানাচ্ছে বিদ্যুতের লোকেরা। আমাদের বাড়িঘর ঘেঁষে এসব তার টানাচ্ছে তারা। এতে আমাদের জীবনের শঙ্কা থেকে যাচ্ছে। তাদের কাছে শঙ্কা নেই এমন নিশ্চয়তা চাইলেও তারা তা দিতে পারছেন না। তাই আমরা ডিপিডিসির কাছে কাজ বন্ধ করার আবেদন করেছি ও আপত্তিপত্র দিয়েছি।
এ ব্যাপারে ডিপিডিসির জোন ম্যানেজার আব্দুল হাই বলেন, আমরা তো মানুষের জন্যই লাইন টানাচ্ছি। আমাদের ঘরে বিদ্যুতের জন্য তো আর টানাচ্ছি না। যদি এলাকাবাসী না চায় আমরা লাইন ঘুরিয়ে নেব। তবে এখানে জীবনের কোনো শঙ্কা নেই আমরা কভারসহ তার টানাচ্ছি।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এমএ/