বুধবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঝালকাঠির নলছিটির রায়াপুর নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, একটি সাদা রঙের মাইক্রোবাস থেকে ওই যুবকের হাত-পা বাঁধা মরদেহটি সড়কের পাশে ফেলে হয়।
নলছটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা পরে কেউ মরদেহটি ফেলে গেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এমএস/এনটি