ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তার ১০ বছরের জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তার ১০ বছরের জেল

বরিশাল: বাংলাদেশ ব্যাংকের সাবেক সহকারী ব্যবস্থাপককে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ২০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২০ মার্চ) বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মহাসিনুল হক এ দণ্ড দেন। দণ্ডিত আবুল কালাম আজাদ বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখার সাবেক সহকারী ব্যবস্থাপক।

দীর্ঘদিন ধরে আবুল কালাম আজাদ পলাতক।

আদালত সূত্র জানায়, ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় ২০০৩ সালের ২০ সেপ্টেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রের হিসাবে জালিয়াতি করে ২৪ লাখ ১১ হাজার ৬শ ১২ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় ২০০৫ সালের ২ জুলাই বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপক একেএম ফরিদ উদ্দিন বাদী হয়ে আবুল কালাম আজাদকে আসামি করে  কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার সত্যতা উল্লেখ করে ২০১০ সালের ৫ আগস্ট আদালতে চার্জশিট জমা দেন দুদকের উপ-সহকারী পরিচালক এইচএম রহমতউল্লাহ। মামলায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই আদেশ দেন। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।