বুধবার (২০ মার্চ) বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মহাসিনুল হক এ দণ্ড দেন। দণ্ডিত আবুল কালাম আজাদ বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখার সাবেক সহকারী ব্যবস্থাপক।
আদালত সূত্র জানায়, ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় ২০০৩ সালের ২০ সেপ্টেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রের হিসাবে জালিয়াতি করে ২৪ লাখ ১১ হাজার ৬শ ১২ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় ২০০৫ সালের ২ জুলাই বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপক একেএম ফরিদ উদ্দিন বাদী হয়ে আবুল কালাম আজাদকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার সত্যতা উল্লেখ করে ২০১০ সালের ৫ আগস্ট আদালতে চার্জশিট জমা দেন দুদকের উপ-সহকারী পরিচালক এইচএম রহমতউল্লাহ। মামলায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই আদেশ দেন। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এমএস/এএটি