ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে মাদকসহ বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
গৌরনদীতে মাদকসহ বিক্রেতা আটক মাদকসহ আটক মানিক মাঝি

বরিশাল: বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও নগদ টাকাসহ মানিক মাঝি (৪৭) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক মানিক উপজেলার কটকস্থল এলাকার ইঙ্গল মাঝির ছেলে। তিনি র‌্যাবের তদন্তাধীন গৌরনদী থানায় দায়ের একটি মাদক মামলার পলাতক আসামি।

বুধবার (২০ মার্চ) দুপুরে র‌্যাব-৮ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ মার্চ) দিনগত রাতে বরিশাল নগরের কালীবাড়ি এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে গৌরনদী থানায় দায়ের একটি মাদক মামলার পলাতক আসামি মানিককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী গৌরনদীর মাহিলারা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৩৫৫ পিস ইয়াবা, ১০৫ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ এক লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।

আটক মানিকের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. মামুনুর রশিদ খান বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলেও জানানো হয়।

বাংলা‌দেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।