ডিএনসিসির লোগো
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) ফ্যাকাল্টি অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্টের (অফিস অব ইভ্যালুয়েশন) ডিন কমডোর এস সালাউদ্দিন আহমেদ।
সালাউদ্দিনকে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (২০ মার্চ) আদেশ জারি করেছে।
আর ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ আবদুর রাজ্জাককে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যাস্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এমআইএইচ/এএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।