বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শাহেদুজ্জামান বাংলানিউজকে জানান, পল্টন মোড়ে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, পল্টন এলাকায় ওই ব্যক্তি ভাসমান হিসেবে ঘুরাফেরা করতেন এবং কাগজ কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন।
দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান পরিদর্শক শাহেদুজ্জামান।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এজেডএস/আরআইএস/