ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে শেষ হলো তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
রাজশাহীতে শেষ হলো তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা .

রাজশাহী: রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে তিন দিনব্যাপী আয়োজিত বিজ্ঞান মেলা বুধবার (২০ মার্চ) বিকেলে শেষ হয়েছে।

'বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজশাহীতে এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।  

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহায়তায় রাজশাহী জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

 

রাজশাহী জেলা প্রশাসক এস এম আব্দুল কাদেরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব জালাল আহমেদ, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রফেসর আকবর হোসেন।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। তাই বিজ্ঞান শিক্ষাকে এগিয়ে নিতে নতুন নতুন চিন্তা চেতনার প্রসার ঘটাতে কোচিং নির্ভর না হয়ে শিক্ষার্থীদের মনোযোগের সঙ্গে নিয়মিত বিজ্ঞান চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে।  

তাহলেই ক্ষুদে বিজ্ঞানীরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ ধরণের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের কর্মের বিকাশ ঘটাতে সহায়তা করে।

বিজ্ঞান সারাবিশ্বের কল্যাণের অগ্রদূত উল্লেখ করে বক্তরা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে প্রত্যয় ব্যক্ত করেছেন তা বাস্তবায়ন করতে বেশি বেশি বিজ্ঞান চর্চা এবং প্রযুক্তির ওপর জোর দিতে হবে।

পরে প্রধান অতিথি শ্রেষ্ঠ ক্ষুধে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ০৫০৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯ 
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।