বুধবার (২০ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দফতরে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।
ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র অতিরিক্ত মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, বিজিবি-বিএসএফ’র মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়ানোর জন্যই প্রথমবারের মতো এ ধরণের প্রতিযোগীতার আয়োজন। এ প্রতিযোগিতায় বিজিবি ও বিএসএফের ২৮ জন সদস্য অংশগ্রহণ করেন।
ফায়ারিং প্রতিযোগিতায় বিজিবি ও বিএসএফ’র দু’ দলই সমান ৩৩৬ পয়েন্ট স্কোর করে যৌথভাবে বিজয়ী হয়। বিএসএফ’র কনস্টেবল বান্টি কুমার সেরা শুটার নির্বাচিত হয়েছেন। প্রতিযোগিতা শেষে বিকেলে দর্শনা সীমান্ত দিয়ে ১৪ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল ভারতে ফেরত যান বলেও জানিয়েছে বিজিবি।
বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
আরআইএস/