ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে নির্বাচনী সহিংসতায় আহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
সিলেটে নির্বাচনী সহিংসতায় আহত ৫

সিলেট: সিলেট সদর উপজেলায় নির্বাচনী সহিংসতায় চারজন আহত হয়েছেন।

বুধবার (২০ মার্চ) রাতে উপজেলার মোগলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- এলাকাটির লিলু মিয়া, তার সহোদর প্রবাসী দুলাল মিয়া, হেলাল মিয়া ও জয়নাল মিয়া।

প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুলাল মিয়ার হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার কারণে বিএনপির কর্মী শামীম আহমদ ও তার লোকজন আওয়ামী লীগ সমর্থক লিলু মিয়ার ওপর হামলা করেন। এসময় তাকে বাচাতে ভাইয়েরা এগিয়ে এলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে অন্যরাও আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

অবশ্য এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বাংলানিউজকে বলেন, নির্বাচনী সহিংসতা নয়, দু’পক্ষের পারিবারিক বিরোধ নিয়ে মারামারিতে চার সহোদর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ০৯৫৩, মার্চ ২১, ২০১৯
এনইউ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।