ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘বাংলাবিদ’ রাজশাহী বিভাগের বাছাইপর্ব শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
‘বাংলাবিদ’ রাজশাহী বিভাগের বাছাইপর্ব শুক্রবার ...

রাজশাহী: চ্যানেল আই-এ বাংলা ভাষা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর ৩য় বর্ষের রাজশাহী বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (২২ মার্চ)। ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় রাজশাহী মহানগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই বাছাইপর্ব।

এ উপলক্ষে রাজশাহী বিভাগে এ বছরের বাংলাবিদে নিবন্ধিত শিক্ষার্থীদেরকে আগামীকাল সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সূত্রে অনুরোধ জানানো হয়েছে।

নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে তৃতীয় বারের মতো ইস্পাহানি মির্জাপুর আয়োজন করছে বাংলা প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’।

 

এবারের এই প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এসএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।