অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, আজ শুক্রবার যে দু'জন বাংলাদেশিকে দাফন করা হবে, তারা হলেন কুড়িগ্রামের ড. আব্দুস সামাদ ও সিলেটের হোসনে আরা আহমেদ। তাদের পরিবারের সম্মতিক্রমেই সেখানে এই দু'জনকে দাফন করা হচ্ছে।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হামলায় ৫ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এই দু'জন ছাড়াও নিহত অন্য তিনজন হলেন, মোজাম্মেল হক, এম জাকারিয়া, ওমর ফারুক। এছাড়াও আহত হয়েছেন লিপি ও মুনতাসীম। তবে লিপির অবস্থা গুরুতর। এছাড়া নিখোঁজ রয়েছেন শাওন।
উল্লেখ্য, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় ৫ বাংলাদেশিসহ ৫০ জন নাগরিক প্রাণ হারিয়েছেন।
বাংলাদেশ সময়ঃ ০০১০ ঘন্টা, ২২ মার্চ, ২০১৯
টিআর/এমএমএস