ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নিউজিল্যান্ডে নিহত দুই বাংলাদেশির দাফন শুক্রবার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
নিউজিল্যান্ডে নিহত দুই বাংলাদেশির দাফন শুক্রবার ড. আব্দুস সামাদ ও হোসনে আরা আহমেদ

ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিককে আজ শুক্রবার (২২ মার্চ) সেখানে দাফন করা হবে। শুক্রবার জুম্মার নামাজ শেষে তাদের দাফন হবে।

অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, আজ শুক্রবার যে দু'জন বাংলাদেশিকে দাফন করা হবে, তারা হলেন কুড়িগ্রামের ড. আব্দুস সামাদ ও সিলেটের হোসনে আরা আহমেদ। তাদের পরিবারের সম্মতিক্রমেই সেখানে এই দু'জনকে দাফন করা হচ্ছে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হামলায় ৫ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এই দু'জন ছাড়াও নিহত অন্য তিনজন হলেন, মোজাম্মেল হক, এম জাকারিয়া, ওমর ফারুক। এছাড়াও আহত হয়েছেন লিপি ও মুনতাসীম। তবে লিপির অবস্থা গুরুতর। এছাড়া নিখোঁজ রয়েছেন শাওন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় ৫ বাংলাদেশিসহ ৫০ জন নাগরিক প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশ সময়ঃ ০০১০ ঘন্টা, ২২ মার্চ, ২০১৯
টিআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।