ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে ট্রলির চাকা মাথায় পড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
ফুলবাড়ীতে ট্রলির চাকা মাথায় পড়ে শিশুর মৃত্যু ...

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশীপুরে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির চাকা মাথার ওপর পড়ে আনারুল হক (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আনারুল কাশীপুর গ্রামের আবু সায়েদের ছেলে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৩ টার দিকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এর আগে ফুলবাড়ী উপজেলার পূর্ব কাশিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার উত্তর কাশিপুর গ্রামের রফিকুল ইসলাম ট্রলিতে করে চাকা নিয়ে যাওয়ার পথে আবু সায়েদের বাড়ীর সামনে শিশু আনারুল হক ট্রলির পিছনে দৌড়াতে থাকে। এসময় ট্রলিতে রাখা চাকাটি হঠাৎ শিশুটির মাথায় পড়ে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত পাশ্ববর্তি নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় শিশুটির মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটানার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘন্টা, মার্চ ২২, ২০১৯
এফইএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।