বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর সাড়ে ৬টায় যাত্রাবাড়ির দয়াগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়।
পিবিআই জানায়, গত ২৫ ফেব্রুয়ারি ধানমন্ডির একেএস খান ফার্মাসিউটিক্যালস লিঃ এর কর্মচারী নাদিম মিয়া প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় থেকে নগদ ৬ লাখ ৭৯ হাজার ৮৭১ টাকা, বিভিন্ন ব্যাংকর ৫টি চেক বইসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। পরে প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা সিসি ফুটেজ দেখে তা নিশ্চিত হন। ওইদিনই এ বিষয়ে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
পিবিআইর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এর পুলিশ পরিদর্শক মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে একটি টিম আসামী নাদিম মিয়ার অবস্থান সনাক্ত করে। যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে মদিনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে বৃহস্পতিবার ভোরে নাদিম মিয়াকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৯
এমএমআই/এমএমএস