ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুরে প্রাইভেটকারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
উজিরপুরে প্রাইভেটকারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত ...

বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের  মেজর এম জলিল সেতুতে প্রাইভেটকারের ধাক্কায় তৃতীয় শ্রেণীর ছাত্র দীপ কর্মকার নিহত হয়েছে।বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপ উজিরপুর পৌর এলাকার গোপাল কর্মকারের ছেলে ও কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীর মতে, সন্ধ্যায় সেতুতে ঘোরাফেরা করছিলো দীপ ও তার সহোদর পার্থ।

হঠাৎ বরিশাল থেকে ঢাকাগামী দ্রুত গতির একটি প্রাইভেটকার দীপকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দীপ গুরুতরভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘন্টা, মার্চ ২১, ২০১৯
এমএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।