বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে পৃথক পৃথকভাবে স্থানীয় একটি প্রেসক্লাবে ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী আ: মালেক চৌধুরী এবং ত্রিশালের স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিন সরকার।
সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থী আ: মালেক চৌধুরী স্বপন বলেন, তফসিল ঘোষনার পর থেকে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন বিদ্রোহী প্রার্থী জুয়েলের আনারস প্রতিকে প্রকাশ্যে সভা-সমাবেশ করে ভোট চাইছেন।
অথচ ১৪ এবং ২২ ধারা মতে সংসদ সদস্যগণ সভা-সমাবেশ করে ভোট প্রার্থনা করলে আচরণ বিধির ৩২ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে গন্য হবে।
কিন্তু সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ হলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে। ফলে সাংসদ তুহিন প্রভাব বিস্তারের মাধ্যমে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বিনষ্ট করে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া, উপজেলা যুবলীগের আহবায়ক শহীদুল্লাহ।
তবে এ অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, এ অভিযোগ মিথ্যা। আমি নির্বাচনী মাঠে নাই। আমি এখন আমার বাড়ি ঘুমাচ্ছি। আমি কি আমার বাড়ীতে ঘুমাতেও পারব না’ বলে প্রশ্ন রাখেন তিনি।
অপরদিকে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিন সরকার।
তিনি বলেন, বিধি লঙ্গন করে উপজেলা নির্বাচনে এ আসনের সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী তফসিল ঘোষনার পর থেকেই নৌকার পক্ষে প্রকাশ্যে সভা-সমাবেশে ভোট চাইচ্ছেন।
গত ১৯ মার্চ তার আচরন বিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে প্রধান নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট মহলকে লিখিত ভাবে জানিয়েছি।
কিন্তু সংশ্লিষ্টরা কোন ব্যবস্থা নিচ্ছেন না। মতিন সরকার দাবি করেন, সাংসদ রুহুল আমিন মাদানী সভা-সমাবেশে উপস্থিত হয়ে শুধু ভোট প্রার্থনাই করছেন না, বরং তা ফলাও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-আহবায়ক ফজলে রাব্বি, শোভা মিয়া আকন্দ প্রমূখ।
তবে অভিযোগ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানীর মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৯
এমএএএম/এমএমএস