ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজনীতি কি জিনিস পরিবার টের পায়: শামীম ওসমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
রাজনীতি কি জিনিস পরিবার টের পায়: শামীম ওসমান ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান জানান, যারা রাজনীতি করে তাদের পরিবার টের পায় রাজনীতি কি জিনিস। আমার বাবা যখন জন্ম নিয়েছেন তখন আমার দাদা ছিলেন জেলে। আমরা যখন জন্ম নিয়েছি তখন বাবা ছিলেন জেলে। একই অবস্থা হয়েছে আমার। আমার ছেলের যখন জন্ম তখনো আমি জেলে।

আমার বড় ভাইয়ের ছেলের জন্ম যখন তখন বড় ভাই ছিল ভারতে। সুতরাং পরিবারের স্ত্রী, ছেলে মেয়েরা টের পায় রাজনীতি কি জিনিস।

প্রত্যেক রাজনীতিকের উত্থানের পেছনে তার সহ ধর্মিনীর অবদান অনেক।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ৯টায় শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে শ্রী রাম কৃষ্ণদেবের ১৮৪তম জন্মতিথি উপলক্ষ্যে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান মেহেদী সিদ্দীকি প্রমুখ।

শামীম ওসমান আরো বলেন, রাজনীতি করতে করতে আমার বেড়ে উঠা। এখন আমাদের যাওয়ার পালা। কখন মরে যাবো কোনো ঠিক নাই। ১৬ জুন বোমা হামলায় ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলাম। যে কোনো সময়ে মরে যেতে হবে সেটা ভেবেই রাজনীতি করি। সুতরাং সবাইকে বলবো বিশেষ করে এ প্রজন্মকে বাহাদুরি আর ক্ষমতা দেখাইও না। কারণ মৃত্যু কখন কার সেটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। তাই আমি সবার কাছে শুধু দোয়া চাই আশীর্বাদ চাই। আমার মৃত্যুর পর যেন সবাই দোয়া আর আশীর্বাদ করে অন্ততটুকু। যাতে দুই হাত একটু সবাই তোলে বলে লোকটা ভালো ছিল। এটাই এখন আমার চাওয়া।

শামীম ওসমান বলেন, রাজনীতি করতে এখন আর ভালো লাগে না। আমাদের পারিবারিক ঐতিহ্য আছে রাজনীতিতে। কিন্তু এখন খোন্দকার মোশতাকদের মত লোকও আমাদের মধ্যে ঢুকে যায়। তাদের চিহ্নিত করা প্রয়োজন। নতুবা তারা সময় মত ছোবল দেয়।

বাংলাদেশ সময়: ০৫৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।